নো সেক্স, নো চুমু, নতুন সংসারের ফলে বদলে গেলেন রাখি সাওয়ান্ত !
![]() |
Rakhi Sawant |
একদম ঠিকই পড়েছেন ৷ একেবারেই বদলে যাচ্ছেন রাখি সাওয়ান্ত ৷ তিনি নাকি ঠিক করেছেন সিনেমার পর্দায় যৌনদৃশ্যে আর অভিনয় করবেন না ৷ এমনকী, কোনও নায়ককে তিনি চুমুও খাবেন না!
![]() |
Rakhi Sawant marriage photo |
লন্ডনের এক ব্যবসায়ীকে বিয়ে করেছেন রাখি সাওয়ান্ত ৷ বরের ছবি সামনে না আনলেও, বিয়ের সাজ থেকে শুরু করে হানিমুনের ছবি ইনস্টাগ্রামে আপলোড করেন রাখি ৷
![]() |
Rakhi Sawant |
রাখি জানিয়েছেন, সংসারে বেশ সুখেই আছি আমি ৷ রান্না-বান্না করছি ৷ বরের সঙ্গে চুটিয়ে প্রেম করছি ৷ আর কি চাই !
রাখির কথায়, প্রথমদিন যখন আমি পোড়া রুটি করি ৷ তখন আমার বর আমাকে খুব সাপোর্ট করেছিল ৷ আমার স্বামী আমাকে বলেছিল, কোনও চিন্তা নেই ৷ ধীরে ধীরে শিখে যাবে ৷
কিছুদিন আগে বাথটবে প্রেমের ছবিও শেয়ার করেছিলেন রাখি সাওয়ান্ত ৷ যেখানে সাবানের ফ্যানা উড়িয়ে নিজের হটনেসকে তুলে ধরেছিলেন রাখি ৷
0 comments:
Post a Comment