“মা" হতে চলেছেন দেশের তারকা কুস্তিগীর গীতা ফোগত...!
![]() |
Geeta Phogat |
আন্তর্জাতিক কুস্তিতে ভারতীয় মেয়েদের সাফল্যের পথ দেখিয়েছেন তিনি। মহিলা কুস্তিগীর হিসাবে কমনওয়েলথ গেমসে, প্রথম সোনা জয় অলিম্পিকসে যোগ্যতা অর্জন, তার একের পর এক সাফল্য নিয়ে তৈরি বলিউড তারকা আমির খানের তৈরি দঙ্গল ঝড় তুলেছিল দেশের ক্রিড়া মহলে। তিনি গীতা ফোগত।
চলতি মাসে গোড়ায় তিনি মা হওয়ার কথা জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায় ভক্তদের শুভেচ্ছার বন্যায় ভেসে গিয়েছেন। মাতৃত্বকালীন অবসরে জন্য এখন তিনি কুস্তির ম্যাটে ফিরতে পারছেন না।
মাতৃত্বকালীন অবসর কেমন উপভোগ করছেন?
গীতা বলে ওঠেন, ছোট্ট একটা শরীর নিজের ভিতর আস্তে আস্তে বেড়ে উঠছে। এটা অন্য একটা অনুভুতি। যা ভাষা বর্ণনা করা যায় না।
0 comments:
Post a Comment