করোনা ভাইরাস নিয়ে এলো মধ্যবিত্ত বাঙালি দের জন্য সুখবর। Coronavirus bring good news for middle class Indian family
![]() |
Coronavirus |
গোটা বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়েছে মারক রোগ করোনা ভাইরাস। যার থেকে বাদ যায়নি ভারত। কেরল কর্নাটকের পর এবার মহারাষ্ট্র ছড়ালো করোনা ভাইরাস গতকাল পুনেতে দুজনের দেহের নমুনা পরীক্ষা করে ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। এছাড়া বেঙ্গালুরু দিল্লী উত্তরপ্রদেশ জম্মু-কাশ্মীর ও পাঞ্জাবের আটজনের নতুন আক্রান্তের খোঁজ মিলেছে মঙ্গলবার নতুন করে পুনেতে দুজন 6 জন এবং কর্নাটকে তিনজনের সংক্রমণ ছড়ানোর কথা নিশ্চিত করেছেন চিকিৎসকরা। এখনো পর্যন্ত গোটা ভারত জুড়ে 60 জন কারোনা আক্রান্ত। এর মধ্যে 12 জন কেরলের বাসিন্দা।
গতকাল আজমীরের একটি ছাগলের খামারে ছাগলের মধ্যে করোনা ভাইরাস ধরা পড়েছে।
যার ফলে কয়েকশো ছাগল মারা গিয়েছে এবং এখনও বহু ছাগল অসুস্থ অবস্থা যাদের চিকিৎসা চলছে। যার জন্য হু হু করে কমেছে খাসির মাংস দাম, ছাগলের দাম ফলে চিন্তিত ব্যবসায়ীরা।
ছাগলের মধ্যে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার ভিডিওটি দেখতে নিচে ক্লিক করুন।
0 comments:
Post a Comment