বিয়ের পর থেকে মাঝরাতে কেন বারবার উঠে পড়েন প্রিয়াঙ্কা চোপড়া ? Why did Priyanka Chopra get up again and again after midnight?
![]() |
Priyanka Chopra |
গতবছর মার্কিন পপতারকা নিক জোনাসের সঙ্গে গাটছড়া বেঁধেছিলেন বলিটাউনের হার্টথ্রব প্রিয়াঙ্কা চোপড়া! একেবারে 'পিকচার পারফেক্ট' পরিবার... হাসিখুশি, প্রাণবন্ত! এরমধ্যে ই প্রিয়াঙ্কা জানান, বিয়ের পর মাঝারাতে বারবার উঠে পড়তেন তিনি। কিন্তু কেন ?
সম্প্রতি নায়িকা তাঁর আগামী ছবি 'দ্য স্কাই ইজ পিঙ্ক'- এর প্রচারে এসে জানান, তাঁর স্বামী টাইপ ওয়ান ডায়াবিটিসে আক্রান্ত। বিয়ের পরপর প্রতি রাতে বারবার উঠে তিনি দেখতেন নিক ঠিকঠাক আছেন কীনা। মারাত্মক টেনশন হত! প্রিয়াঙ্কার ভাষায়, 'নিক খুব নিয়ম মেনে চলে। ও ঘুমের মধ্যেও ঠিক বুঝতে পারে কখন ওর সুগার লেভেল কমে যাচ্ছে।''
টাইপ ওয়ান ডায়াবিটিসের ক্ষেত্রে শরীরে ইনসুলিল ঠিমতো তৈরি হতে পারে না। মাত্র ১৩ বছর বয়সে নিকের টাইপ ওয়ান ডায়াবিটিস ধরা পড়ে। প্রিয়াঙ্কার ভাষায়, '' নিক যানে ওকে কী করবে, কী করবে না। ওর জীবনধারা সত্যিই অনুপ্রাণিত করে।
0 comments:
Post a Comment