কনেযাত্রী নিয়ে বরের বাড়ি গিয়ে বিয়ে করল পাত্রী, The bridegroom marries the bridegroom's house
![]() |
viral girl |
কুষ্টিয়া ইসলামীয়া কলেজে অনার্সের ছাত্রী খুশি। আর তাঁর স্বামী একজন ব্যবসায়ী। দুপুর নাগাদ কনেযাত্রী সমেত পাত্রী চলে এল বরের বাড়ি। তার পর ধুমধাম করে হল বিয়ে। মেয়েকে বরণ করে নিলেন বরের বাড়ির লোকজন। এর পর বরের বাড়িতেই হয় রেজিস্ট্রি। বরের বাড়িতে তার পর হয় ভুরি ভোজ। বিকেলের দিকে আবার বরকে নিয়ে কনে চলে যান নিজের বাড়ি। সেখানে কয়েক ঘণ্টা কাটানোর পর বর আবার ফিরে আসে তাঁর বাড়িতে।
বর ও কনের বাবা-মা ছেলে-মেয়ের এমন সিদ্ধান্ত সানন্দে মেনে নিয়েছিলেন। খুশি বলছিলেন, এতদিন কেউ ভাবতেই পারেনি মেয়ে বরের বাড়িতে বিয়ে করতে যাবে! হয়তো আমার এই বিয়ে দেখে অন্য মেয়েরা উদ্বুদ্ধ হবে। নতুন প্রথা চালু হবে। আমরা তো সমানাধিকারের কথা শুধু মুখেই বলি। বাস্তবে সমানাধিকারের ধারা চালু করাটাও প্রয়োজন।
0 comments:
Post a Comment