বিপাশা বাসুর বিজয়া দশমী কেমন কাটলো।
How did Bipasha Basu's Vijaya Dashami.
![]() |
Bipasha basu |
স্বামীর সোহাগ একেই বলে৷ বিজয়ার বরণের পর স্বামীই নিজে হাতে সিঁদুর তুলে দিলেন বিপাশার সিঁথিতে৷ সকলের সামনে লজ্জায় রাঙা হলেন বিপাশা৷ এদিন ঠাকুর বরণ করার জন্য একেবারে নিয়ম মেনে বিপাশা পরেছিলেন লাল পাড় সাদা শাড়ি৷ স্বামী করণের পরনে ছিল সাদা কুর্তা৷
![]() |
Bipasha Basu |
স্বামীর হাতে সিঁদুর পরেই, সিঁদুর খেলা শুরু করলেন অভিনেত্রী৷ তারপর প্রিয় মানুষটির গালে দিলেন চুমু৷ এভাবেই যেন শুরু হল তাঁর মিষ্টিমুখ!
![]() |
Bipasha Basu |
২০১৬-তে বিয়ে করেন দু’জনে৷ তারপর থেকেই বিজয়ায় নিয়ম করে সিঁদুর খেলেন বিপাশা৷ মুম্বইয়ের অভিনেত্রী কোনও ভাবেই বাঙালিয়ানা ভোলেননি৷ এখনও প্রতিটি বাঙালি রীতি পালন করেন বিপস৷ তাতে সামিল হয়েছেন তাঁর স্বামী করণও৷ এবার পুজোতেও তার ব্যতিক্রম হল না৷ নিময় মেনে অষ্টমীর অঞ্জলী হোক বা বিজয়ায় বরণ ও সিঁদুর খেলা সবেই চুটিয়ে মজা করলেন বিপাশা করণ৷
0 comments:
Post a Comment