জিও গ্রাহকদের জন্য বড় দুঃসংবাদ... ফ্রিতে কল আর করা যাবে না! Sad news for jio customer can't call for free anymore...
গ্রাহকদের জন্য নতুন টপআপ প্ল্যান আনল জিও, ১০ টাকায় পাওয়া যাবে বাড়তি ১ জিবি ডেটা
১০ই অক্টোবরের থেকে যেকোনও প্ল্যান রিচার্জ করার সঙ্গে গ্রাহকদের একটি IUC টপ আপ প্ল্যানও কিনতে হবে।
রিলায়েন্স জিও থেকে অন্য নেটওয়ার্কে বিনামূল্যে কলিংয়ের দিন শেষ ৷ IUC চার্জ অর্থাৎ ইন্টারকানেক্ট ইউজেস চার্জ বসাচ্ছে জিও ৷ এবার থেকে জিও গ্রাহকরা অন্য নেটওয়ার্কে কল করলে প্রতি মিনিটে ৬ পয়সা হিসেবে চার্জ করবে সংস্থা ৷ ১০ই অক্টোবর অর্থাৎ আজ থেকেই চালু হতে চলেছে এই নয়া নিয়ম ৷ এতদিন জিও থেকে বিনামূল্যেই যে কোনও নেটওয়ার্কে কল করা যেত ৷ সমস্ত আউটগোয়িং কলই ছিল ফ্রি ৷
অন্য মোবাইল অপারেটদের কল করতে হলে ১০ই অক্টোবরের থেকে যেকোনও প্ল্যান রিচার্জ করার সঙ্গে গ্রাহকদের একটি IUC টপ আপ প্ল্যানও কিনতে হবে ৷ প্রতিটি IUC টপ আপ প্ল্যানে পাওয়া যাবে এক্সট্রা টক টাইম ৷ এই টপ আপ রিচার্জ করা থাকলে অন্য মোবাইল নেটওয়ার্কে কল করার সময় ওই টপ আপের মাধ্যমে পাওয়া বাড়তি টক টাইম থেকেই ৬ পয়সা প্রতি মিনিট হারে চার্জ কাটা হবে ৷ এই অতিরিক্ত খরচের জন্য গ্রাহকদের ক্ষতি পুষিয়ে দিতে IUC টপ আপ-এর প্রতি ১০ টাকায় মিলবে অতিরিক্ত ১ জিবি ব্রডব্যান্ড ডেটা ৷ অর্থাৎ জিও গ্রাহকেরা কোনও অতিরিক্ত খরচ না করেই পেয়ে যাচ্ছেন আরও বেশি সুবিধা ৷
১০ টাকা থেকে ১০০ টাকা পর্যন্ত IUC টপ আপ প্ল্যান লঞ্চ করেছে জিও ৷ ১০ টাকার প্ল্যানে গ্রাহকেরা অন্য নেটওয়ার্কে কল করার জন্য ১২৪ মিনিট টক টাইম পাবেন ৷ ২০ টাকার IUC টপ আপে রয়েছে ২৪৯ মিনিট কলিংয়ের সুবিধা ৷ ৫০ টাকায় পাওয়া যাবে ৬৫৬ মিনিট ও ১০০ টাকার টপ আপে রয়েছে ১৩২৬ মিনিট অন্য মোবাইল অপারেটর গ্রাহককে কল করার সুবিধা ৷ একইসঙ্গে এই বাড়তি খরচের বদলে জিও গ্রাহকদের দিচ্ছে অতিরিক্ত ফ্রি ডেটা ৷ ১০ টাকার টপ আপে পাওয়া যাবে বাড়তি ১ জিবি ডেটা, ২০ টাকায় ২ জিবি, ৫০ টাকায় ৫ জিবি এবং ১০০ টাকায় অতিরিক্ত ১০ জিবি ডেটা ৷
জিও-র প পক্ষ থেকে জানানো হয়েছে আগের অন্যান্য প্ল্যান গুলি আগের মতোই কাজ করবে এগুলিতে কোনো রকম পরিবর্তন আসবে না। জিও টু জিও ফ্রি কল, জিও টু টেলিফোন ফ্রি কল আগের মতোই থাকবে।
0 comments:
Post a Comment