কাল পুজো-কার্নিভাল, টেরাকোটায় সাহায্যে রেড রোডের মঞ্চ উৎসবের মেজাজ
durga takur |
দুর্গাপুজোর পর ফের উৎসব
আগামীকাল শুক্রবার বিকাল চারটে রেড রোডে শুরু হচ্ছে পুজোর কার্নিভাল। বিসর্জনের শোভাযাত্রা এ বছরের শেষবারের মতো প্রতিমা দেখার সুযোগ। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্যোগে এই আয়োজন। এখানে ৮০টি প্রতিমা শোভাযাত্রা করে এগিয়ে যাবে। আন্তর্জাতিক দুনিয়ার কাছে কলকাতার পুজোকে তুলে ধরার জন্যই এই কার্নিভাল। এইজন্য বিদেশি পর্যটকদের আমন্ত্রণ জানানো হয়েছে। বাংলার নিজস্ব শিল্প টেরাকোটার মঞ্চ তৈরি হয়েছে রেড রোডের ধারে যেখানে বসবেন মুখ্যমন্ত্রী তো বটেই রাজ্যপাল এবং বিশিষ্ট অতিথিরা, উল্টোদিকে বসবেন বিদেশী অভ্যাগতরা। থাকবেন বিভিন্ন দূতাবাসের কনসাল জেনারেলরা। বিদেশি অতিথিদের সামনে বাংলার সেরা উৎসবকে তুলে ধরাই প্রধান লক্ষ্য মমতা বন্দোপাধ্যায়ের।
এই শোভাযাত্রায় জন্য বদলে গিয়েছে ধর্মতলা চত্বর। আলোয় ঝলমল শহরের কেন্দ্রস্থল। তুলে ধরা হয়েছে কন্যাশ্রী, সবুজসাথী, খাদ্যসাথী, এমনকি দিদিকে বলো বোর্ডও রয়েছে। ফোট উইলিয়াম থেকে আকাশবাণী পর্যন্ত আলোয় সেজেছে। পাতা হয়েছে কয়েক হাজার চেয়ার, রাস্তার দু'ধারে দুটি মঞ্চ যেখানে বসতে পারেন 100 জন মানুষ। থাকবেন কলকাতা হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের বিচারপতিরাও।
এই আয়োজনকে ঘিরে শেষ পর্যায়ের প্রস্তুতি চলছে। গোটা চত্বর সিসিটিভি ক্যামেরায় মুরে দেওয়া হয়েছে নজরদারিতে থাকছে ড্রোন কয়েক হাজার পুলিশ কর্মী নিরাপত্তার দায়িত্বে থাকবেন । কার্নিভাল দেখার চাহিদাও তুঙ্গে দুর্গাপুজো নির্ভিগ্নে কাটার জন্য পুজো কমিটি গুলি ও পুলিশ প্রশাসনকে অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেইসঙ্গে রেড রোডে চতুর্থ বর্ষের পুজোর কার্নিভাল সকলকে আমন্ত্রণ জানিয়েছেন তিনি।
![]() |
puja carnival |
এই শোভাযাত্রায় জন্য বদলে গিয়েছে ধর্মতলা চত্বর। আলোয় ঝলমল শহরের কেন্দ্রস্থল। তুলে ধরা হয়েছে কন্যাশ্রী, সবুজসাথী, খাদ্যসাথী, এমনকি দিদিকে বলো বোর্ডও রয়েছে। ফোট উইলিয়াম থেকে আকাশবাণী পর্যন্ত আলোয় সেজেছে। পাতা হয়েছে কয়েক হাজার চেয়ার, রাস্তার দু'ধারে দুটি মঞ্চ যেখানে বসতে পারেন 100 জন মানুষ। থাকবেন কলকাতা হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের বিচারপতিরাও।
এই আয়োজনকে ঘিরে শেষ পর্যায়ের প্রস্তুতি চলছে। গোটা চত্বর সিসিটিভি ক্যামেরায় মুরে দেওয়া হয়েছে নজরদারিতে থাকছে ড্রোন কয়েক হাজার পুলিশ কর্মী নিরাপত্তার দায়িত্বে থাকবেন । কার্নিভাল দেখার চাহিদাও তুঙ্গে দুর্গাপুজো নির্ভিগ্নে কাটার জন্য পুজো কমিটি গুলি ও পুলিশ প্রশাসনকে অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেইসঙ্গে রেড রোডে চতুর্থ বর্ষের পুজোর কার্নিভাল সকলকে আমন্ত্রণ জানিয়েছেন তিনি।
0 comments:
Post a Comment