পর্তুগালের সমস্ত মানুষের দায়িত্ব নিলেন সিআর সেভেন


পর্তুগালের সমস্ত মানুষের দায়িত্ব নিলেন সিআর সেভেন  CR7 takes responsibility for all the people of Portugal 

পর্তুগালের সমস্ত মানুষের দায়িত্ব নিলেন সিআর সেভেন  CR7 takes responsibility for all the people of Portugal
Rolando

ফুটবলারের ভূমিকায় তিনি অতুলনীয়। পাশাপাশি মানুষ হিসেবেও তিনি অত্যন্ত সংবেদনশীল। অতীতে বিভিন্ন সমাজসেবামূলক কাজে এগিয়ে আসতে দেখা গিয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে। এবার করোনা ভাইরাসে আক্রান্তদের সেবায় নিজেকে নিয়োজিত করলেন সিআরসেভেন। পর্তুগালের বিভিন্ন শহরে নিজের হোটেলগুলোকে অস্থায়ী রূপে হাসপাতাল করে তোলার সিদ্ধান্ত নেন। সেখানে ভাইরাসে আক্রান্তদের সেখানে বিনামূল্যে চিকিৎসা হবে। চিকিৎসক-নার্স ঔষধ এর যাবতীয় খরচ যোগাবে স্বয়ং রোনাল্ডো। জানা গিয়েছে এক সপ্তাহের মধ্যেই অস্থায়ী হাসপাতালগুলিতে ভর্তি হতে পারবেন রোগীরা। এই প্রসঙ্গে, সিআরসেভেন বলেন, খুবই কঠিন পরিস্থিতির মুখোমুখি গোটা বিশ্ব। সকলকে সতর্ক থাকতে হবে একজন ফুটবলারের ভূমিকা নয়, মানুষ হিসাবে, বাবা হিসাবে বা সন্তান হিসেবে এই আবেদন করছি। হু (বিশ্ব স্বাস্থ্য সংস্থা) এবং সরকারের নির্দেশিকা মেনে চলা উচিত। মানুষের জীবন অত্যন্ত মূল্যবান। এই ভাইরাস যাদের প্রাণ কেড়ে নিয়েছে তাদের পরিবারের প্রতি রইল আমার সমবেদনা। আর আক্রান্ত এবং তাদের চিকিৎসকদের জানাই শুভেচ্ছা। উল্লেখ্য, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর আগে আর কোন ফুটবলার এমন উদ্যোগ নেননি। বিশ্বজুড়ে বিভিন্ন খেলা বন্ধ এই ভাইরাসের কারণে। তার আজ পড়েছে পর্তুগালেও। তাই আক্রান্তদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন সিআরসেভেন। জুভেন্টাসে তার সতীর্থ ড্যানিয়েল রুগানীও আক্রান্ত হয়েছে নভেল করোনাভাইরাস। তাকেও সবরকম সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে রোলান্ডো। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে খ্যাতনামা।

SHARE

Milan Tomic

Hi. I’m Designer of Blog Magic. I’m CEO/Founder of ThemeXpose. I’m Creative Art Director, Web Designer, UI/UX Designer, Interaction Designer, Industrial Designer, Web Developer, Business Enthusiast, StartUp Enthusiast, Speaker, Writer and Photographer. Inspired to make things looks better.

  • Image
  • Image
  • Image
  • Image
  • Image
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment