স্বস্তিকার প্রশ্ন, দুর্গা আসলে কে?
![]() |
স্বস্তিকা মুখোপাধ্যায় |
শারদোৎসব স্বস্তিকা মুখোপাধ্যায় নিয়ে এলেন একটি ফোটো সিরিজ। এই সিরিজে মোট সাতটি ছবি রয়েছে। স্বস্তিকা মুখোপাধ্যায় সিরিজের নাম দিয়েছেন ‘ দুর্গা কে’ ? এই ফোটো সিরিজের মাধ্যমে যে প্রশ্নটি তুলে ধরা হয়েছে, তার গুরুত্ব কিন্তু অপরিসীম। বছরের এই সময়টা আমরা মায়ের আরাধনায় ব্যস্ত থাকি। কিন্তু নিষ্ঠাভরে পৌত্তলিকতার জয় গান গাইলেও সমাজ কি তার চারপাশের মহিলাদের প্রাপ্য সম্মানটুকু দেয়? নাকি সম্মান শুধুই মাটির পুতুল এর মধ্যে সীমাবদ্ধ? এই সমস্ত প্রশ্ন যে কোনো সচেতন মানুষের মতই স্বস্তিকার ঘুরপাক খায়। এই ফটো সিরিজ সরাসরি প্রশ্ন তুলে ‘কে দুর্গা’? যাকে আমরা জাঁকজমক সহকারে পুজো করি নাকি, যারা আমাদের চারপাশে থাকে সেই মহিলারা?
0 comments:
Post a Comment