জিমেইল পাসওয়ার্ড ভুলে গেলে কী করবেন? How to Recover Gmail Password?
![]() |
Gmail Password |
জিমেল আমাদের জীবনের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। প্রায় রোজই বিভিন্ন সময় এই ইমেল সার্ভিস ব্যবহার করি আমরা। এছাড়াও গুগলের বাকি সব সার্ভিস ব্যবহার করতেই এই অ্যাকাউন্ট কাজে লাগে। অ্যানড্রয়েড গ্রাহকদের ফোন ব্যবহার করতেও এই অ্যাকাউন্ট বাধ্যতামূলক। তাই জিমেলের পাসওয়ার্ড ভুলে গেলে জীবনে একাধিক সমস্যা সৃষ্টি হয়।
আপনি যদি আপনার জিমেইলের পাসওয়ার্ড ভুলে যান তবে একটি যাচাইকরণ প্রক্রিয়ার মাধ্যমে গুগল তা ফিরে পেতে আপনাকে সাহায্য করবে।আপনার অ্যাকাউন্টে যদি একটি ফোন নম্বর বা বিকল্প ইমেইল ঠিকানা যুক্ত থাকে তবে গুগল দ্রুত আপনার পাসওয়ার্ড পুনরায় সেট করতে পারবে। যদিও পাসওয়ার্ড পুনরুদ্ধারের অনেকগুলো উপায় আছে তবে আমরা অ্যাকাউন্ট রিকভারি পেজের সাহায্যে কি করে পাসওয়ার্ড পুনরুদ্ধার করবেন তা দেখাবো।
কিভাবে জিমেইল পাসওয়ার্ড ফিরে পাবেন...?
১।
গুগল লগ ইন পেজে 'ফরগট পাসওয়ার্ড’ বাটনে ক্লিক করুন।
![]() |
Forgot Gmail |
২।
আপনার শেষ যে পাসওয়ার্ডটি মনে করতে পারছেন তা লিখুন। কোন পাসওয়ার্ড মনে করতে না পারনে 'ট্রাই অ্যানাদার ওয়ে’ সিলেক্ট করুন।
![]() |
Change your Gmail Password |
৩।
যে ফোন নম্বরের সাথে আপনার জিমেল অ্যাকাউন্ট লিঙ্কড আছে সেই নম্বরে মেসেজ পাঠাবে গুগল। আপনার কাছে সেই ফোন নম্বর না থাকলে বিকল্প ইমেলে ভেরিফিকেশান কোফড পাঠাবে গুগল। বিকল্প ইমেল না থাকলে 'ট্রাই অ্যানাদার ওয়ে’ সিলেক্ট করুন।
৪।
এরপরে গুগল আপনার কাছে এমন একটি ইমেল আইডি চাইবে যেখানে আপনাকে ইমেল পাঠানো যাবে। এখানে আপনাকে একটি ভেরিফিকেশন কোড পাঠানো হবে যা আপনাকে কোডটি টাইপ করতে হবে। অথবা আপনি যদি বিকল্প অ্যাকাউন্ট ভেরিফিকেশন তথ্য পাঠানো নির্বাচন করেন তবে আপনার বিকল্প অ্যাকাউন্টিতে একটি লিঙ্ক পাবেন এবং এই লিঙ্কটিতে ক্লিক করুন।
৫।
এখন ভেরিফিকেশন কোড টাইপের পরে অথবা লিঙ্কে ক্লিক করার পরে একটি নতুন পাসওয়ার্ড তৈরি করুন এবং "Reset Password" বাটনে ক্লিক করুন।
![]() |
Give a new Password |
৬।
রিকভার হয়ে গেলে নতুন পাসওয়ার্ড ব্যবহার করে জিমেল লগ ইন করুন।
আশাকরি, আজকের এই পোস্ট আপনাদের ভালো লেগেছে। যদি তাই হয় তাহলে আর্টিকেল টি শেয়ার অবশ্যই করবেন। এবং, নিচে comment করতে ভুলবেননা।
0 comments:
Post a Comment